মোবাইল

 মোবাইল ফোনের দামের তালিকা 2025 




মোবাইল কি

এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা যায় এমন ফোনকে বলে মোবাইল ফোন। মোবাইল ফোন আবিষ্কার এর আগে দূরবর্তী কারো সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখতে হতো, এর সংক্ষিপ্ত নাম ফোন। বিভিন্ন বাড়ি বা অফিসের তাদের মাধ্যমে ফোনগুলো যুক্ত থাক অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হওয়ায় যেখানে খুশি সেখানে বহন করা যায়। মোবাইল ফোন কে কখনো সেলুলার ফোন, হ্যান্ড ফোন বা মুঠোফোন নামে তো করা হয়। 

মোবাইল ফোনের সুবিধা 

মোবাইল ফোন আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায়। এই সুবিধা আছে যেসব মোবাইল ফোনে সেগুলোকে বলে স্মার্টফোন। এই স্মার্ট ফোনে কথা বলা যায়, ক্ষুদ্র বার্তা আদান-প্রদান করা যায়, ইমেইল করা যায়, বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর যাবতীয় তথ্যের সঙ্গে পরিচিতি হওয়া যায়, গান শোনা যায়, নাটক দেখা যায়, রেডিও শোনা যায়, টিভি দেখা যায়। অপরাধী সনাক্ত করার কাজেও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ হিসাবে ব্যবহৃত হয়। 

বাংলাদেশের মোবাইল ফোন চালু হয় কত তারিখ 

বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালে। প্রায় ৩০ বছরের মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে গেছে। 




নতুন মোবাইল ফোন দাম ২০২৫

  • xiaomi redmi 13 c -প্রায় ৮,৯৯৯ টাকা থেকে শুরু (BDstall)
  • Oppo A5 s প্রায় ৬,৫০০ টাকা (BDstall)
  • Vivo y11 Mobile প্রায় ৬,৯৯০ টাকা (BDstall)
  • Samsung Galaxy A15 4G প্রায় ২০,০০০ টাকার মধ্যে (Apple Gadgets)
  • Xiaomi Redmi Note 13 4G প্রায় ২০,০০০ টাকা ( Apple Gadgets) 
  • Realme c 65 প্রায় ১২,৫৯০ টাকা (ABP Ananda)


মোবাইলের দাম বা মোবাইলের বাজার 

নতুন মোবাইল ফোনের দাম ২০২৫ সালের জন্য বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের উপর নির্ভর করে, সাধারণভাবে স্মার্টফোন গুলির কাম ৮, ০০০ টাকা থেকে শুরু করে অনেক বেশি হতে পারে। আপনার বাজেট এবং প্রয়োজনীয়তা  উপর  নির্ভর করে, আপনি বিভিন্ন মূল্যের মধ্যে ফোন খুঁজে নিতে পারেন, উদাহরণস্বরূপ, শাওমি, স্যামসাং, রিয়েল মি, অপো এবং ভিভোর মতো ব্র্যান্ডের ফোন বাংলাদেশের বেশ জনপ্রিয়। 




এছাড়াও, Bikroy এর মত ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দাম দেখতে পারেন।

আরও পড়ুন 

WhatsApp 

YouTube 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url