কম্পিউটার পরিচিতি
কম্পিউটার পরিচিতি -Computer Science.
কম্পিউটার কিঃ
কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডেটা গ্রহণ, প্রক্রিয়াকরণ এবং আউটপুট আকারে তথ্য সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি গাণিতিক এবং যৌক্তিক উভয় ধরনের কাজ করতে পারে এবং প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য ব্যবহার করা যেতে পারে।
কম্পিউটার কত সালে আবিষ্কার করেঃ
চার্লস ব্যাবেজ ( ইংরেজিঃ Charles Babbage) ২৬ শে ডিসেম্বর, ১৭৯১- ১৮ ই অক্টোবর ১৮৭১) একজন ইংরেজ যন্ত্র, কৌশিলী,গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক। তাকে আধুনিক কম্পিউটারের জনক মনে করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন ও অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুইটি যান্ত্রিক কম্পিউটার আবিষ্কার করেন।
কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তিঃ
আসক্তি বলে একটা ভীতিকর শব্দ আছে এবং সবাই নিশ্চয়ই এর সাথে পরিচিত। কোন একজন ব্যক্তি মাদককে আসক্ত হয়ে গেলে তার জীবনটা কেমন ভাবে নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বের হয়ে আসাটা কত কঠিন আমরা সবাই সেটা জানি। কিন্তু তথ্যপ্রযুক্তির পাঠ্য বইয়ের কম্পিউটার এবং কম্পিউটারের ব্যবহারের মত এমন চমৎকার একটা বিষয়ের সাথে আসক্তির মতো ভয়ংকর একটা নেতিবাচক শব্দ কেমন করে জুড়িয়ে দেওয়া হলো সেটি নিয়ে তোমাদের কেউ কেউ নিশ্চয়ই অবাক হয়েছো। তোমাদের ভিতরে যাদের কম্পিউটার আছে , তাদের কেউ কেউ নিশ্চয়ই ইতিমধ্যে কম্পিউটার গেম খেলতে খেলতে মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলছো, খেলা বন্ধ করে যখন অন্য একটা জরুরী কাজ করার দরকার তখন খেলা ছেড়ে উঠতে পারছ না। তোমাদের অনেকে কম্পিউটারের গেম কিংবা ফেসবুকের মত কোন একটা সামাজিক নেটওয়ার্কের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় কর। আসক্তি বলতে বুঝানো হয় যখন কেউ জানে কাজটি করা ঠিক হচ্ছে না তারপরও সেই কাজটি না করে থাকতে পারেনা।
কম্পিউটারের ভাইরাস ও এন্টিভাইরাসঃ
কম্পিউটার ভাইরাস বিষয়ে আমরা অনেক কিছুই ইতিমধ্যে জেনে ফেলছি। তবু আমাদের আইসিটি যন্ত্রের নিরাপত্তার কথাটি মাথায় রেখে বিষয়ে আরো জানা প্রয়োজন। প্রাণীদেহে ভাইরাস আক্রমণের মতোই এই ভাইরাস গুলো আমাদের আইসিটি যন্ত্রের ক্ষতি করে থাকে। ভাইরাস হলো এক ধরনের সফটওয়্যার যা তথ্য ও উপাত্তকে আক্রমণ করে। যার নিজের সংখ্যা বৃদ্ধি ক্ষমতা রয়েছে। ভাইরাস কম্পিউটারের প্রবেশ করলে সাধারণত সংখ্যা বৃদ্ধি হতে থাকে ও বিভিন্ন তথ্য উপাত্তকে আক্রমণ করে এবং একপর্যায়ে গোটা কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত করে কচল করে দেয়। যেমন বুট ভাইরাস ডিস্কের বুট সেক্টরকে আক্রমণ করে। কোনভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ভাইরাস সংক্রমিত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে। এভাবে মেমোরিতে স্থান দখলকারী ভাইরাস পরবর্তীতে অন্যান্য প্রোগ্রাম এবং ফাইলকে আক্রমণ করে।
