আজমেরী ( সুমন) ঘটক
যোগ্য পাত্র-পাত্রীদের সন্ধানে বিখ্যাত ( সুমন) ঘটক 2025
ঘটকালী কিঃ
ঘটকালী হলো দুবা ততদিক লোকের বিবাহের উদ্দেশ্য মেলানোর প্রক্রিয়া নাম।যারা ঘটখালী করেন ঘটক বলা হয়।
ঘটকের যোগ্যতাঃ
ভালো ঘটক হতে হলে কিছু বিষযে অভিজ্ঞতা থাকার প্রয়োজন। সাধারণ ঘটকরা বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট এবং মানুষের চাহিদা সম্পর্কে ধারনা রাখেন এবং সেই অনুযায়ী পাত্র-পাত্রীর খোঁজার চেষ্টা করেন। ঘটকের মূল যোগ্যতা হলো যোগাযোগ দক্ষতা। মানুষের প্রতি সহানুভূতি এবং সম্পর্ক তৈরিতে আগ্রহ, আর এই সব অভিজ্ঞতা আছে আজমির (সুমন) ঘটক।
আজমেরী ( সুমন) ঘটকের অভিজ্ঞতাঃ
সুভাষক দক্ষতা বিশ্লেষণী ক্ষমতা, নেটওয়ার্কিং দক্ষতা, শ্রদ্ধা ও গোপনীয়তা, আত্মবিশ্বাসী ও অধ্যবসাথী হওয়া, সামাজিক জ্ঞান, অভিজ্ঞতা, ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিশাল নেটওয়ার্ক আছে আজমীর (সুমন) ঘটকে। প্রতিটা এলাকায় বিবাহ বন্ধনে রেকর্ড আছে।
মোঃ আজমেরী (সুমন) ঘটক
কোন ধরনের পাত্র-পাত্রীঃ
সকল ধরনের পাত্র-পাত্রী আছে আজমেরী সুমন ঘটকের নিকটে। যেমন -ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুনামধন্য, ব্যবসায়ী চাকরিজীবী, বেকার, স্কুল-কলেজ পড়ুয়া ও তালাকপ্রাপ্ত সকল বয়সের পাত্র-পাত্রী আছে।
যোগাযোগের ঠিকানাঃ
আজমেরী (সুমন) ঘটক
রুপগঞ্জ, পূর্বাচল দাউদপুর,বেলদি বাজার,
মোবাইলঃ ০১৭৭৫-২৪৯৮৭২

