তানিয়া বৃষ্টি
বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন (তানিয়া বৃষ্টি)
বর্তমান প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ক্যারিয়ারে অনেক দর্শক প্রিয় নাটকের অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে নারী কেন্দ্রিক গল্পের একটি নাটকে।নাম 'জয়িতার দিনরাত্রি '।এতে তিনি নাম ভূমিকার অভিনয় করেছেন। নাটকটির রচনা করেছেন আওরঙ্গজে ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। এটি আজ বিকাল তিনটায় এনটিভির youtube চ্যানেলে প্রচার হবে। নাটকটি নিয়ে বৃষ্টি প্রত্যাশা অন্যরকম। আমি নারী কেন্দ্রিক গল্পের নাটকের অভিনয় করেছি। নাটকটির গল্প বেশ চ্যালেঞ্জিং।
যেহেতু প্রথমবার এই ধরনের গল্পে কাজ করেছি, তাই আমারো পূর্ণ মনোযোগ ছিল। গল্পটা শতভাগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তুহিন নির্মাতা বায়ু অনেক শ্রম দিয়েছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে। তিনি আরো বলেন দর্শকের ভালোলাগার জন্যই আমি আমরা অনেক কষ্ট করি। দর্শকের যদি এই গল্প নির্মাণ ও সর্বোপরি আমার অভিনয় ভালো লাগে, তাহলে কষ্ট সার্থক। এরই মধ্যে বৃষ্টি নাজমুল রনি নির্দেশনায় ' পার্সেল' নামের একটি নাটকের কাজ শেষ করেছেন।
