অনলাইন কেনাকাটা

 অনলাইন কেনাকাটায় সতর্কতা জরুরী 


অনলাইন কেনাকাটা সতর্ক জরুরী


অনলাইন কেনাকাটা ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়, যা সময়ও শ্রম বাঁচায়। তবে প্রতারণা ঘটানো বাড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়-ভিওিক কেনাকাটা সঠিক বর্ণ না পাওয়া, অগ্রিম টাকা নিয়ে ডেলিভারি না দেওয়ার মতো সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক ক্রেতা। তাই নিরাপদ কেনাকাটার জন্য কিছু সতর্ক অবলম্বন করা জরুরী। 

  • বিশ্বস্ত ওয়েবসাইট বা পরিচিতি অনলাইন স্টোর থেকে কেনাকাটা করা উচিত। অপরিচিত বা নতুন পেজ থেকে কেনার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন। 
  • রেটিং ও রিভিউ দেখা জরুরী। ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা কমেন্ট ও গ্রাহকদের মতামত দেখে বিশ্বাসযোগ্য নিশ্চিত করা দরকার। 
  • পেমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি সবচেয়ে নিরাপদ। কারণ এতে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা যায়। অগ্রিম টাকা পরিশোধ করতে হলে বিক্রেতার বিষয়যোগ্যতা নিশ্চিত করতে হবে। 
  • পণ্যের বিষবরণ ও ছবি ভালোভাবে দেখে নিতে হবে। অনেক সময় ছবির সঙ্গে আসল পণ্যের মিল থাকেনা। বিক্রেতার তথ্য যাচাই করে সন্দেহজনক কিছু মনে হলে কেনাকাটা থেকে বিরত থাকাই ভালো। 
  • ডেলিভারির নীতি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। রিটার্ন ও রিফান্ড সুবিধা আছে কিনা, তা দেখে নেওয়া উচিত। তোর কোন ফেরত সুযোগ দেয় যা ক্রেতাদের জন্য সুবিধাজনক।

আরও পড়ুন 


অনলাইন কেনাকাটা সতর্ক জরুরী। 


বেকিং নিউজ লিংক

https://www.profitableratecpm.com/i45pmk6mb?key=4d8317d837a45bab83f9bb0d4ff04182


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url