ই-পাসপোর্ট আবেদন ফরর্ম
পাসপোর্ট আবেদনর জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন?
পাসপোর্ট তথ্যঃ
- আবেদন পত্রের অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে।
- আবেদনপত্রে কোন মিথ্যা তথ্য দিয়ে থাকলে আপনি আইনগত দণ্ডনীয় হবেন।
- নিজের/ পিতার/ মাতার নাম ও জন্মতারিখ ইত্যাদি ক্ষেত্রে কোন তথ্য পরিবর্তন করা যাবে না।
- কোন অবস্থায় ই -পাসপোর্ট ফি ব্যাংকে জমা বাদে অতিরিক্ত কোন অর্থ লেনদেন করা যাবে না।
- ফরমপূরণ ও টাকা জমাদানের সময় নামের বানানে কোন ডট (.) হাইফেন (-) ক্লোন (:) ইত্যাদি ব্যবহার করা যাবে না ( BRC/NID) তে থাকলেও।
- শিক্ষাগত ও চাকরি সূত্রে প্রাপ্ত পদবী সমূহ (ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি, এ্যাডভোকেট) ইত্যাদি আমের অংশ হিসেবে পরিগণিত হবে না।
- রঙ্গিন জামা কাপড় পরা আবশ্য (সাদা অথবা হালকা রঙের কাপড় পরিহার করব)
- ই- পাসপোর্ট আবেদনের পূর্বে পাসপোর্ট ফি জমা দিতে হবে।
- ১৮ বছরের নিম্নে আবেদন কারিগর পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট পাবেন।
পাসপোর্ট ফিঃ
সাধারণঃ
৪৮ পৃষ্ঠা, মেয়াদ ৫ বছর,৳. ৪,০২৫ টাকা, মেয়াদ ১০ বছর ৳. ৫,০৭৫ টাকা। ৬৪ পৃষ্ঠা, মেয়াদ ৫ বছর ৳.৬৩২৫ টাকা, মেয়াদ ১০ বছর ৳.৮০৫০ টাকা।
জরুরীঃ ৪৮ পৃষ্ঠা, মেয়াদ ৫ বছর, ৳.৬৩২৫ টাকা। মেয়াদ ১০ বছর, ৳.৮০৫০ টাকা। ৬৪ পৃষ্ঠা, মেয়াদ ৫ বছর, ৳.৮৬২৫ টাকা, মেয়াদ ১০ বছর, ৳.১০,৩৫০ টাকা।
অতি জরুরীঃ
৪৮ পৃষ্ঠা, মেয়াদ ৫ বছর, ৳৮৬২৫ টাকা,মেয়াদ ১০ বছর, ৳.১০,৩৫০ টাকা।
৬৪ পৃষ্ঠা,মেয়াদ ৫ বছর, ৳.১২,০৭৫ টাকা, মেয়াদ ১০ বছর, ৳১৩,৮০০ টাকা
পাসপোর্ট ডেলিভারিঃ
সম্ভাব্য ডেলিভারি পাওয়ার সময় সাধারণ পাসপোর্ট এর ক্ষেত্রে ২১ কর্ম দিবস, জরুরী ১০কর্মা দিবস, এবং অতি জরুরী ২ কর্ম দিবস, সরবরাহ করা হবে।
তবে অতি জরুরী পাসপোর্ট বিভাগীর পাসপোর্ট ভিসা অফিস ঢাকা হতে বিতরণ হবে।
অতি জরুরী পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে উপ-পরিচালক এর সাথে অথবা মোবাইল নাম্বার ০১৭৩৩ -৩৯৩৩৩৬ এর পরামর্শ করে আবেদন করতে অনুরোধ করা হলো।
পাসপোর্ট আবেদনঃ
পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ই-পাসপোর্ট ওয়েবসাইটে ( www.e-passport.gov.bd) গিয়ে ই-পাসপোর্ট এর আবেদন করতে হবে।
জাতীয় পরিচয় পত্র ( NID)অথবা অনলাইনের জন্ম নিবন্ধন(BRC) সনদ অনুযায়ী আবেদন পত্রের ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফ্রি জমা দিতে হবে।
আবেদনের বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দাখিল করতে হবে।
ই-পাসপোর্ট আবেদনপত্র জমা করার প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
অ্যাপয়েন্টমেন্ট সিডিউলের প্রিন্ট কপি।
অনলাইনে আবেদনকৃত ফরমের প্রিন্ট কপি।
জমা প্রদানের রশিদ যদি থাকে। মূল জাতীয় পরিচয় পত্র (NID) অনলাইন জন্ম নিবন্ধন (BRC)সনদ এবং তার ফটোকপি।
অপ্রাপ্ত বয়স ( ১৮ বছরের নিম্নে) আবেদনকারীর ক্ষেত্রে পিতা- মাতার মূল জাতীয় পরিচয় পত্র (NID) সনদ এবং তার ফটোকপি।
০৬ ( ছয়) বছর বয়সে নিম্ন আবেদনের ক্ষেত্রে 3R (সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড) ম্যাট পেপারের ল্যাব প্রিন্টের রঙিন ছবি দাখিল করতে হবে।
প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ/ নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেএে তালাকনামা দাখিল করতে হবে।
যোগাযোগঃ
১/২ কমলাপুর রোড, শাগুপ্তা ডিলুরেনছি টাওয়ার, মতিঝিল,, ঢাকা- ১০০০
মোঃ জাকির হোসেন
মোবাইলঃ ০১৮২৭-৫৯৫৬১২অথবা, ০১৭১২-১৮৯৭৮৭
