আমেরিকার ভিসা পেতে সাক্ষাৎকার দিতেই হবে, আসছে নতুন নিয়ম

 আমেরিকার ভিসা পেতে সাক্ষাৎকার দিতেই হবে। আসছে নতুন নিয়ম২০২৫



আমেরিকার ভিসা পেতে সাক্ষাৎকার দিতে হবে, আসছে নতুন নিয়ম



আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতাঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা চাকুরী বা ভ্রমণের স্বপ্ন দেখছেন? তবে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ নন-ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীর জন্য সাক্ষাৎকারে (ইন-পাসর্ন ইন্টারভিউ) উপস্থিত হওয়া বা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম কেবল নতুন আবেদনকারীদের জন্য নয় বরং যারা ভিসা নবায়ন করতে চায় তাদের জন্যও প্রযোজ্য হবে। 

আগে কি ছিলঃ

গত কয়েক বছর ধরে কিছু ভিসা ক্যাটাগরিতে,  ইন্টারভিউ ওয়েবার, বা সাক্ষাৎকার ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ ছিল। যেমন ১৪ বছরের নিচে শিশু, ৭৯ বছরের বেশি প্রবীণ বা নির্দিষ্ট সময়ের মধ্যে কই ধরনের ভিসা নবায়নকারীর সরাসরি কাগজ জমা দিয়ে ভিসা পেতে পারতেন। কোভিডের এর সময় এই সুবিধা আরো সম্প্রসারিত করা হয়েছিল, যাতে আবেদনকারীর কনস্যুলেটে না গিয়ে সহজে প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। 

নতুন নিয়মে কি হচ্ছেঃ

মারকিং পররাষ্ট্র দপ্তরে বলা ঘোষণায় বলা হয়েছে, ২ সেপ্টেম্বর থেকে প্রায় সব ভিসা ক্যাটাগরিতেই  সাক্ষাৎকার বাধ্যতামূলক হবে। অর্থাৎঃ

শিক্ষার্থী ভিসা (P.M.J)আবেদনকারীরা 

পর্যটক ও ব্যবসা ভিসা (B1/B2) প্রার্থীরা 

চাকুরী সম্পর্কিত ভিসা (H.L.O-1) ইত্যাদি 

এক্স চেঞ্জ প্রোগ্রাম ও বিশেষ দক্ষতা ভিসা

সীমিত কিছু ছাড়ঃ

যদি কেউ হত ১২ মাসের মধ্যে একই ক্যাটাগরির পূর্ণ মেয়াদে (full validity) B1.B2.বা B1 বিশ্বা পেয়ে থাকেন এবং তখন তাদের অন্তত ১৮ বছর ছিল। তাহলে হয়তো ইন্টারভিউ ছাড় পাওয়া যেতে পারে। তবে এই স্যার খুব সীমিত এবং কেবল কিছু নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

কেন এই পরিবর্তনঃ

যুক্তরাষ্ট্র সরকারে বলছে, ভিসা প্রক্রিয়া নিরাপত্তা জোরদার আবেদনকারীর তথ্য ভালোভাবে যাচাই এবং সম্ভাব্য জালিয়াতি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কনস্যুলার অফিসার আবেদনকারীর উদ্দেশ্য, পরিকল্পনা ও যোগ্যতা আরো নির্ভুলভাবে যাচাই করতে পারবেন। 

আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতাঃ

আপনার জন্য এর অর্থ কিঃ

এই পরিবর্তন বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষে করে তুলবে। আগে যাদের ড্রপবক্স বা ওয়েভার, সুবিধা দিল,এখন তাদেরও অ্যাপোয়েন্টমেন্ট নিয়ে কনস্যুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। এর ফলে --

অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য অপেক্ষার সময় বেঁড়ে যেতে পারে 

কাগজপত্র যাচাই আরো কড়াকড়ি হবে 

ভিসা পরিকল্পনা আগে থেকেই করতে হবে 

আমেরিকার স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতাঃ

কিভাবে প্রস্তুতি নিবেন, আগে থেকেই সময় ভোগ করুন DS-160 ফর্ম পূরণের পর দ্রুত এপয়েন্টমেন্ট শিডিউল করুন। সব ডকুমেন্ট প্রস্তুত রাখুন, পাসপোর্ট, ছবি, ফি প্রদানের রশিদ, শিক্ষা প্রতিষ্টান পা চাকুরী প্রশংসাপত্র সঙ্গে রাখুন। 

উপসংহারঃ

ইন্টারভিউ প্র্যাকটিস করুন, আপনার পড়াশুনা বা ভ্রমণের উদ্দেশ্য কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ফিরে এসে কি করবেন এইসব প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে প্রস্তুত থাকুন। 

আরও পড়ুন 

বাংলাদেশের যুক্তরাষ্ট্রের দূতাবাস 

অন্য পোস্ট 

১  সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন তাদের জন্য সুখবর। 

১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন তাদের জন্য সুখবর


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url