ফেসবুকে কেউ আপনাকে ব্লক করেছে বুঝবেন কিভাবে
ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে বুঝবো?
সমসাময়িক নানা বিষয়ে আপনার স্ট্যাটাস অন্যের কাছে পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ফেসবুক অ্যাক্টিভিটি আপনার সব সময় পছন্দের। কয়েকদিন থেকেও তার স্ট্যাটাসগুলো আপনার ওয়ালে আসছে না। তাহলে কি তিনি আপনাকে ব্লক করলেন? ফেসবুকে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে সরাসরি বুঝতে পারবেন না। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনি ব্লক হয়েছেন কিনা।
ফেসবুক একাউন্ট ব্লক করেছে কিভাবে বুঝব?
স্যার সে পাওয়া যাবে না:
যার প্রোফাইল আগে দেখতে পারতেন, এখন খুঁজেও পাচ্ছেন না - তাহলেই হয়তো ব্লক।
বন্ধু তালিকায় নেই:
আগে যার সাথে বন্ধুত্ব ছিল, হঠাৎ তালিকা থেকে হারিয়ে গেলে বুঝবেন ব্লক হয়েছেন বা ইনি একাউন্ট ব্লক করেছে।
পারস্পরিক বন্ধুর তালিকা:
কোন সাধারণ বন্ধুর ফ্রেন্ড লিস্টে ওই ব্যক্তিকে না পেলে এটিও ব্লকের ইঙ্গিত।
ট্যাগ করা যায় না:
গ্রুপে বা পোস্টে ট্যাগ দিতে নাম না এলে ধরে নিতে পারেন ব্লক করা হয়েছে।
মেসেঞ্জারে পরিবর্তন;
আগের চ্যাট থাকবে কিন্তু নতুন করে মেসেজ পাঠাতে পারবেন না।
সরাসরি লিঙ্ক কাজ করবে না:
যদি প্রোফাইলে সরাসরি লিংক জানেন তাও খুলবে না। দেখাবে - এখন অ্যাক্রেস করা যাচ্ছে না।
অন্য বন্ধুদের দেখে নিন:
যদি আপনার বিশ্বাসযোগ্য কোন বন্ধু তার প্রোফাইল দেখতে পান, অথচ আপনি না পারেন- তাহলে নিশ্চিত ব্লক।
ব্লক করা প্রোফাইল দেখার উপায়ঃ
গুগলে খোঁজ করুন:
নাম লিখে "site:Facebook.com ' দিয়ে সার্চ দিলে অনেক সময় পাওয়া যায়।
বন্ধুর সাহায্য নিন:
বন্ধুর একাউন্ট দিয়ে ওই প্রোফাইল দেখা যায়।
দ্বিতীয় অ্যাকাউন্ট খুলে দেখা:
অন্য ইমেইল দিয়ে নতুন একাউন্ট খুলে খোসা সম্ভব। তবে এটি ফেসবুকে নিয়ম বহির্ভূত হতে পারে।
অ্যাপ ব্যবহার করবেন না:
তৃতীয় পক্ষের অ্যাপ দিয়ে ব্লক প্রোফাইল দেখা যায় না। এগুলো প্রতারণা এবং ঝুঁকিপূর্ণ। যদি ব্লক হয়ে থাকেন, আগে নিশ্চিত হোন।সার্চ মেসেজ কমন ফ্রেন্ড সব দেখে নিন। কেউ যদি সত্যিই আপনাকে ব্লক করে সেটা মেনে নেওয়াই ভালো। জোর করে খোঁচাখুঁজি করলে সম্পর্ক আরো খারাপ হতে পারে।
ফেসবুক ব্লক হলে মানুষ কি দেখতে পায়?
আপনি যাকে ব্লক করবেন তিনি আপনার কোন পোষ্ট, মন্তব্য বা লাইক দেখতে পারবেন। তারা টাইম লাইনে নতুন পোস্ট তৈরি করতে, মন্তব্য করতে বা আপনার পোস্ট করা কোন কিছু লাইক করতে পারবে না। আপনি তাদের অ্যাকাউন্টের জন্যও একটি করতে পারবেন না।ফেসবুক মেসেঞ্জারে, ব্লক করা ব্যবহারকারী আপনার সাথে চ্যাট বা কল করতে পারবেনা।
ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করব?
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে, আপনি নিজেকে আনব্লক করতে পারবেন না কারণ এটি ব্লক করা ব্যক্তির সিদ্ধান্ত। তবে আপনি যদি ভুল করে কাউকে ব্লক করে থাকেন, তাহলে আপনি নিজের ব্লক করা তালিকা থেকে তাকে আনব্লক করতে পারেন।এর জন্য নিজের ফেসবুক প্রোফাইলে সেটিং এ গিয়ে ব্লকিং অপশনে যান এবং সেখান থেকে নির্দিষ্ট ব্যক্তির পাশে থাকা আনব্লক করুন " বাটনে ক্লিক করুন "।
প্রোফাইলের ছবি বা মেনুতে ক্লিক করুন, ফেসবুকে বা ওয়েবসাইটে আপনার প্রোফাইল ছবিতে বা মেনু আইকনে ক্লিক করুন। মেনু থেকে সেটিং এবং গোপনীয়তা সেটিং এন্ড প্রাইভেস অপশনে যান।
অ্যাকাউন্টটি ট্যাগ করার চেষ্টা করুনঃ
যদি আপনি সন্দেহ করেন কেউ আপনাকে ফেসবুক ব্লক করেছে, তবে তাদের ট্যাগ করার চেষ্টা করতে পারেন। সাধারণভাবে একটি পোস্ট বা মিমে ফেসবুক বন্ধুদের ট্যাগ করতে চাইলে তাদের নাম লিখে প্রোফাইল ছবির উপর ট্যাপ করতে হয়। এতে তাদের কাছে নোটিফিকেশন যায় এবং তারা লগইন করার পর সেটি দেখতে পাবে। কিন্তু যদি আপনার একাউন্ট ব্লক হয়ে থাকে, তবে তাদের ট্যাগ করা যাবে না। এছাড়া আপনার এক আনফ্রেন্ড করলেও অনেক সময় অ্যাকাউন্ট ট্যাগ করা যায় না। তবে সেটা নির্ভর করবে তাদের প্রাইভেসি সেটিংসের উপর। তাই আপনাকে কেউ আনফ্রেন্ড কল করেছে কিনা সেটিও আগে নিশ্চিত হতে হবে।
ইভেন্টে ইনভাইট করে দেখুনঃ
যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, তাহলে আপনি তাকে ইনভাইট করতে পারবেন না। সেই সঙ্গে আপনার কোন পেজ থাকলে লাইক দেওয়ার জন্য তা কোন গ্রুপে জয়েন করার জন্য সে একাউন্টে ইনভাইট করতে পারবেন না।
উপসংহার:
যদি কাউকে ব্লক করতে পারেন বা সেই সুযোগ থাকে, তাহলে বুঝা যাবে আপনাকে তিনি ব্লক করেনি। ফেসবুকে সেটিংস থেকে প্রাইভেসি অপশনে যান। তারপর 'ব্লক ইউজারস' লিখে অপশনটি সার্চ করুন। যেখানে আপনাকে তাদের ব্লক করার অপশন দেওয়া হবে। প্রোফাইলের পাশে এই অপশন দেখতে পারলে বুঝতে পারবেন ওই বন্ধু আপনাকে ব্লক করেনি।
আরও পড়ুন
চোখ লাল, চুলকানি, লাফালাফি, চোখ উঠা, কারণ, লক্ষণ, ঘরোয়া প্রতিকার।।
ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন।
