পিএইচডি করছে রোবট

 পিএইচডি করছে রোবট, সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়।



পিএইচডি করছে রোবট ' শুয়েবা ০১'


দিন যত যাচ্ছে প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে চীন।নিত্য নতুন কার্যকলাপে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বকে। ভিন্ন ধর্মী এক উদ্যোগে আবারো চমকে দিল বেইজিং। প্রথমবারের মতো এক হিম্যানয়েড বা মানবকৃতির রোবট পিএইচডি প্রোগ্রাম ভর্তি হয়েছে। 'শুয়েবা ১০' নামের এই রোবট সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো সারা ফেলছে। রোবটটি তৈরি করেছে ইউনিভারসিটি অব শাংঘাই ফর, সাইন্স অ্যান্ড টেকনোলজি  এবং ড্রয়িডআপ রোবটিকসের যৌথ উদ্যোগে। সাউথ পোস্ট। 

শুয়েবা ০১ রোবটঃ

চীনা তরুণ সমাজে খুবই জনপ্রিয় শুয়েবা শব্দটি। এটি এমন শিক্ষার্থীকে বুঝায় যিনি সর্বদায় সেরা ফল করেন এবং জ্ঞানে এগিয়ে থাকেন।  তবে এরাই প্রথম নয় এর আগেও শুয়েবা এক রোবটটি আলোচনায় আসে। এটি বিশ্বের প্রথম হিম্যানযেড যেটি হাফ-ম্যারাথনে তৃতীয় স্থান অর্জন করে। রোবটটির উচ্চতা ১ দশমিক ৭৫ মিটার, ওজন মাত্র ৩০ কেজি। এটি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। রোবটটির মুখ একটি দর্শন যুবকের মতো। এর সিলিকন ত্বক মুখের অভিব্যক্তিকে  জীবন্তভাবে ফুটিয়ে তোলে। চশমা, শার্ট ও ট্রাউজারের সজ্জিত রোবটটির সাবলীলভাবে মান্দারিন ভাষায় কথা বলতে পারে। গতি ২৭ জুলাই , ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কনফারেন্স আনুষ্ঠানিক ভাবে শুয়েবা ০১ - কে ড্রামা অ্যান্ড ফিল্ম বিভাগের পিএইচডি প্রোগ্রাম এ ভর্তি করে সাংঘাই থিয়েটার একাডেমি (এসটিএ)।

সেপ্টেম্বর রোবট ক্যাম্পাসে যাবেঃ

এই রোবট আগামী ১৪ সেপ্টেম্বর ক্যাম্পাসে যাওয়া শুরু করবে। সে চার বছর মেয়াদী পিএইচডি সম্পূর্ণ করবে। যেখানে তার গবেষণার মূল বিষয় হবে চীনের ঐতিহ্যবাহী অপেরা।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো টিউশন ফি কত হবে, তা প্রকাশ করেনি। অধ্যাপক ইয়াং জানান, শুয়েবা ০১,শুধু নাট্যকলা, চিত্রনাট্য লেখা, মঞ্চসজ্জা নয় বরং মোশন কন্ট্রোল এবং ভাষা উৎপাদনের মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে পড়াশোনা করবে।সে অন্যান্য পিএইচডি ছাত্রদের সঙ্গে ক্লাস অংশ নিবে, রিহার্সাল করবে এবং শেষ পর্যন্ত একটি গবেষণাপত্র জমা দেবে। 

ইয়াং বলেনঃ

যখন শুয়েবা ০১,অপেরার  কিংবদন্তি মেই লানফাংয়ের  বিখ্যাত ' অর্কিড ফিঙ্গারস ' অঙ্গভঙ্গি নকল করে তখন অন্য শিক্ষার্থীরাও তাকে অনুসরণ করে। এটাকে বলে রোবটের সঙ্গে মানুষের সাক্ষাৎ নয় বরং এক আন্তপ্রজাতিগত সৌন্দর্যের বিনিময়। তবে চীনা রোবটির  ভবিষ্যৎ নিয়ে সবাই এতটা আশাবাদী নন।এসটিএর একজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখেন, চীনা অপেরায় আবেগপ্রবণ মুখাবয়ব ও অনন্য কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন 


রোবট  এবার পিএইচডি করেছে 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url