ওয়াই-ফাই রাউটার মাসে কত টাকা বিদ্যুৎ খরচ করে

 রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ করছো হয় জেনে নিন ২০২৫



রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন।


রাউটার কিঃ

রাউটার হল একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক কম্পিউটার বা ডিভাইসকে একে অপরের সাথে এবং ইন্টারনেটের সাথে সংযোগ স্থাপন করতে সহায়ক করে।  আজকাল ঘরে ইন্টারনেট সংযোগ থাকলে ওয়াইফাই রাউটার থাকাটা একেবারে সাধারণ বিষয়। স্মার্ট ফোন, ল্যাপটপ, টিভি সবকিছুর জন্য দরকার এই রাউটার। অনেকের রাউটার সারাদিন চালিয়ে রাখেন কিন্তু মনের মাঝে প্রশ্ন আসে, এতে বিদ্যুৎ বিল কত বাড়ে?

চলুন সহজ ভাবে হিসাব করি, মাসে রাউটার চালিয়ে আসলে কতটুকু  বিদ্যুৎ খরচা হয়।

বিদ্যুতের ইউনিট অনুযায়ী খরচ কতঃ

  • বাড়িতে ব্যবহৃত সাধারণ রাউটারগুলো সাধারণ তো ৯ থেকে ১২ ভোল্টে চলে এবং ০.৬০ থেকে ১ এম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করে। 
  • ধরা যাক আপনার রাউটার ৯  ভোল্টের ০.৬০ অ্যাম্পিয়ার।
  • এটাকে কিলোওয়াট-ঘন্টায় রূপান্তর করলে হয় ০.০০৫৪ কিলোওয়াট -ঘন্টা (KWh)।মানে এক ঘন্টায় রাউটার খরচ করে মাত্র ০.০০৫৪ ইউনিট বিদ্যুৎ।

তাহলে মাসে কতটুকু বিল বাড়েঃ

বাংলাদেশের বিদ্যুতের দাম ইউনিট অনুযায়ী ধাপে ধাপে নির্ধারিত , যদি আমরা ধরেও নেই প্রতি ইউনিট বিদ্যুতে ৬.৬৩ টাকা দিচ্ছেন, তাহলে এক ঘন্টায় খরচ (৬.৬৩×০.০০৫৪= ৪)প্রায় চার পয়সা, অর্থাৎ ২৪ ঘন্টায় খরচ প্রায় ৮৪ পয়সা। তাহলে পুরো মাসে (৩০ দিন)  খরচা হয় ২৫ টাকার একটু বেশি।

উপসংহারঃ

রাউটার যদি মাছ জুড়ে ২৪ ঘন্টা অন রাখা হয়, তাহলেও বিদ্যুৎ বিল বাড়ে মোটামুটি ২৫ টাকার মত। মানে রাউটার চালিয়ে ইন্টারনেট ব্যবহারে খরচ খুবই কম। বিলের দিক থেকে কিছু নেই, থাকুন নিশ্চিন্ত।


২৪ ঘন্টা সচল রাউটার বিদ্যুৎ বিল কেমন আসে। 


আরও পড়ুন 

অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়মঃ


ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর জীবনী 

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ)এর জীবনী


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url