সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম

 সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম ২০২৫




সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম


সিম কার্ড বন্ধ করব কিভাবে? 

সিম রেজিস্ট্রেশন বাতিল করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। এজন্য আপনাকে সিম রেজিস্ট্রেশন চেক করতে হবে। আপনারা যদি দেখেন এনআইডি কার্ড দিয়ে অনেকগুলো সিম তোলা রয়েছে, তাহলে আপনি উক্ত সিম গুলি কিছু উপায় অবলম্বন করে রেজিস্ট্রেশন বাতিল করতে বা বন্ধ করতে পারবেন। চলুন উপায় গুলো জেনে নেওয়া যাকঃ

হেল্পলাইনে কল করে 

ধরুন আপনার এন আইডি কার্ড দিয়ে সিম তোলা রয়েছে যেটি এখন আপনার কাছে রয়েছে ওই চিমটি আপনি বন্ধ করতে চাচ্ছেন তাহলে উক্ত সিমটি দিয়ে সিমের কাস্টমার কেয়ারে অর্থাৎ helpline number এ কল দিতে হবে। কল দেওয়ার পর সিম কাস্টমার কাছ থেকে কিছু তথ্য চাইবে অর্থাৎ আপনার এন আইডি কার্ডের নাম্বার জিজ্ঞাসা করবে তথ্য ভেরিফাই করা হলে আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন। 

কাস্টমার কেয়ারে গিয়ে 

আপনার সিম যদি হারিয়ে যায় এবং অন্য ব্যক্তি আপনার সিম ব্যবহার করছে এই ক্ষেত্রে সিম ডিএক্টিভ বা বন্ধ করার জন্য আপনাকে সিম কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনারা কাছে আইডি সিম বন্ধ করার কারণ জানতে চাইবে সবকিছু ঠিক থাকলে আপনার সিম রেজিস্ট্রেশন টি বাতিল করতে পারবেন। 

নিবন্ধিত সিম বন্ধ করার উপায় কি?

যে সিমটি বন্ধ করতে চান সেইটি ব্যবহার করে সংশ্লিষ্ট অপারেটরের হেল্প লাইনে,( যেমন :১২১) কল দিন। জাতীয় পরিচয় পত্র নম্বর ও অন্যান্য তথ্য যাচাইয়ের পর সিম বন্ধ করে দেওয়া হবে। 

অতিরিক্ত সিম বন্ধ করার উপায়

অতিরিক্ত সিম বন্ধ করার জন্য তেমন কোন নিয়ম নেই। আগের মতই নিয়ম রয়েছে। আপনি যে সিম বন্ধ করবেন সেই কাস্টমার কেয়ারে কল করতে হবে। কাস্টমার কেয়ারে কল করার জন্য ১২১ নাম্বারটি ডায়াল করবেন। কাস্টমার কেয়ারে প্রতিনিধি কল ধরলে আপনি অতিরিক্ত সিম বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চাইবেন। 

গ্রামীণফোন (GP)

  • হেল্পলাইন: ১২১
  • জিপি সেন্টারে গিয়ে জাতীয় পরিচয়পত্র কপি জমা দিয়ে সিম বন্ধ করা যাবে। 
  • GP সিম বন্ধ করার উপায় 
  • আপনারা কি জিপি সিম বন্ধ করার উপায় জানতে চাচ্ছেন। প্রায় আগের মত নিয়ম রয়েছে। আপনি জিপি সিম রেজিস্ট্রেশন বাতিল অর্থাৎ সিম বন্ধ মূলত দুই ভাবে করতে পারবেন। প্রথমে কাস্টমার কেয়ারে কল করে বন্ধ করতে পারবেন। আর দ্বিতীয় আপনি সরাসরি সিম কাস্টমার কেয়ারে গিয়ে জিপি সিমটি বন্ধ করতে পারবেন। 

আপনি যদি জিপি সিমটি সরাসরি কল দিয়ে বন্ধ করতে চান সেই সিমটি ব্যবহার করে আপনাকে ১২১ নাম্বারটিতে ডায়াল করে কাস্টমার কেয়ারে কল দিতে হবে। কাস্টমার কেয়ার আপনার জাতীয় পরিচয় পত্রের প্রুফ এবং কোট জানতে চাই এবং কেন বন্ধ করছেন সেটা জানতে চাইবে সবকিছু বলা হলে আপনি সিমটি বন্ধ করতে পারবেন। 

  • বাংলালিংক 
  • হেল্পলাইন: ১২১ 
  • বাংলালিংক সেন্টারে গিয়ে প্রয়োজনে তথ্য দিয়ে সিম বন্ধ করা যাবে। 
  • রবি 
  • হেল্পলাইন :১২১ 
  • কাস্টমার কেয়ারে গিয়ে রবি সিম বন্ধ করা যায়। 
  • টেলিটক 
  • হারানো সিম বন্ধ করতে কাস্টমার কেয়ারে যান বা হেল্পলাইন এ কল করুন। 
  • এয়ারটেল 
  • *১৬০০১#  ডায়াল করে অথবা কাস্টমার কেয়ারে গিয়ে এনআইডি তথ্য দিয়ে সিম বন্ধ করুন। 


সিম  রেজিস্টেশন চেক করার কোড কী?

জাতীয় পরিচয় পত্র এন আই ডি দিয়ে কতগুলি সিম নিবন্ধন আছে তা জানতে, যেকোনো মোবাইল অপারেটরে কেমন গ্রামীণফোন রবি এয়ারটেল বাংলা লিংক বা টেলিটক মাধ্যমে, *১৬০০১# ডায়াল করুন অথবা মেসেজ অপশন গিয়ে আপনার এনআইডি কার্ডের শেষ চারটি সংখ্যা লিখে, ১৬০০১ নম্বরে এসএমএস পাঠান। ফিরতি মেসেজ আপনার এনআইডি দিয়ে মোট কতগুলো সিট রেজিস্ট্রেশন করা আছে তা জানানো হবে। 

রবি সিম বন্ধ করার নিয়ম কি?

রবি সিম বন্ধ করতে, আপনাকে অবশ্যই রবি কাস্টমার কেয়ার সেন্টার এ সরাসরি যেতে হবে। সিম বন্ধ করার জন্য আপনার জাতীয়পরিচয় পত্র( NID) ফটোকপি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনার পরিচয় যাচাই করার পর সিমটি বাতিল বা বন্ধ করে দেবে। 

অনলাইনে সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম 

অনলাইনে সিম রেজিস্ট্রেশন বাতিল করার কোন সরাসরি পদ্ধতি নেই, এইজন্য আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার সেন্টার বা সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে জাতীয় পরিচয় পত্রের (NID) শেষ চারটি সংখ্যা লিখে ১৬০০১ নম্বরে SMS পাঠিয়ে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম নিবন্ধন করা আছে তা দেখে নিন। এরপর সেই সিমটি বাতিল করতে চান সেটি নিয়ে সরাসরি কাস্টমার কেয়ারের সেন্টারে যেতে হবে। 

কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

বর্তমানে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (BTRC) এর নিয়ম অনুযায়ী সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য সরাসরি অনলাইনে কোন পদ্ধতি নেই। 

সিম হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আপনি অপারেটারের হেল্পলাইন নম্বরে ১২১ কল করে সিমটি বন্ধ করার জন্য অনুরোধ করতে পারেন। 

বর্তমানে একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করা যায়। 

শেষ কথা 

বর্তমানে ওভারের লোভে অনেকেই একাধিক সিম কিনে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সিম গুলি অকার্যকর হয়ে পড়ে এবং অব্যহিত থাকে বছর পর বছর। এমনকি এক সময় দেখা যায় নতুন সিম কেনার প্রয়োজন হলেও আগে অতিরিক্ত সিম গুলোর কারণে তা সম্ভব হচ্ছে না। এই অবস্থা সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে, অনাবশক সিম গুলি বন্ধ করে দেওয়া। 


অন্য পোস্ট 


ফোনে ইন্টারনেটের সমস্যা? সমাধান ৫ টি কৌশল 


সিম রেজিস্ট্রেশন বাতিল বা বন্ধ করার নিয়ম। 


  • 🖊️ লেখকের পরিচিতি (টেমপ্লেট)
  •  সাইফুল
  • আমি প্রযুক্তি, ব্লগিং এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ে নিয়মিত লিখি।
  • ইন্টারনেট জগতের নতুন নতুন টিপস, তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করাই আমার কাজ।

  • 🌐 ওয়েবসাইট: www.myksabdm.com
  • 📧 ইমেইল: saiful125394@gmail.com

  • 👉 আমাকে অনুসরণ করুন:
  • 🔗 ফেসবুক: facebook.com
  • 🔗 টুইটার: twitter.com
  • 🔗 লিঙ্কডইন: linkedin.com/in/



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url