ফোনের ইন্টারনেট সমস্যা? সমাধানে দেখে নিন এই ৭ কৌশল

 ফোনে ইন্টারনেট সমস্যা?  সমাধানে দেখে নিন এই ৭ কৌশল 


ফোনে ইন্টারনেট সমস্যা?  সমাধানে দেখে নিন এই ৭ কৌশল


স্মার্টফোন ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বেড়েছে অনেক। তবে অনেক সময় ফোন ইন্টারনেট ব্যবহার সমস্যা দেখা যায়। যা নিয়মিত কাজকে বাধাগ্রস্ত করে।অনেক সময় ফোনের ইন্টারনেট প্যাকেজ বা ডাটা প্ল্যানের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।  ফোন ইন্টারনেট কাজ না করলে যে ৭ টি বিষয় পরীক্ষা করতে হবে তা দেখে নেওয়া যাক। 

নেটওয়ার্ক সেটিংস রিসেটঃ

ফোনে নেটওয়ার্ক সেটিংসের কারণে ইন্টারনেট সংযোগ ব্যাবহত হতে পারে। ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে যাচাই করতে হবে সঠিক নেটওয়ার্ক যুক্ত আছে কিনা। নেটওয়ার্ক টি সেট করতে ফোনের সেটিংস মেনু থেকে জেনারেল ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। বিয়ের পর রিসেট থেকে রিসেট নেটওয়ার্ক নির্বাচন করতে হবে। 

ফোন রিস্টার্টঃ

স্মার্টফোনের যেকোনো সমস্যা সমাধানের সাধারণ কৌশল হলো ফোন রিস্টার্ট করা। ইন্টারনেট সংযোগের সমস্যা হলে ফোন রিস্টার্ট করে দেখে যেতে পারে। ফোন রিস্টার্ট করে কিছু সময় অপেক্ষা করে আবার ফোনের ইন্টারনেট চালু করতে হবে। এভাবে ফোনের সাময়িক ক্রুটি সমাধান করা যেতে পারে। 

ফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করাঃ

সফটওয়্যার হালনাগাদ না করলেও ফোনে বিভিন্ন সমস্যা দেখা যায়। সফটওয়্যার হালনাগাদ করলে বিভিন্ন ক্রুটির সমাধান করা যায়। ফোনে হাল লাগাত অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে কিনা তা সেটিংস মেনুতে গিয়ে দেখা যাবে। এজন্য ফোনের সেটিংসে গিয়ে সিস্টেম আপডেট যেতে হবে। সেখানে অপারেটিং সিস্টেম হাল লাগাতে প্রয়োজন হলে তা নোটিফিকেশন দেখা যাবে। 

ফোনের ক্যাশ মেমোরি মুছে ফেলাঃ

ফোনে ব্যবহৃত সব অ্যাপ নিয়মিত তথ্য জমা করতে থাকে। এর ফলে ইন্টারনেট সংযোগ ব্যয়হতো হতে পারে। এমনকি ফুলের কার্যক্ষমতা ও কমে যায়। তাই এপে জমা থাকা ক্যাশ মেমোরি নিয়মিত মুছে ফেলতে হবে। ফোনে মেমোরি পরিবর্তন এসডি কার্ড বা অনলাইনে ড্রপবক্স  google ড্রাইভের মতো সেবা ব্যবহার। মুঠোফোনের ক্যাশ মেমোরি যখন ভরা থাকে যন্ত্রটিও তখন ধীরগতি হয়ে যায় এজন্য ইন্টারনেট ক্ষতিও কমে যায়।

কোন অ্যাপ এ কত ডাটা খরচঃ

অনেক বেশি ডাটা করছো হয়, এমন অ্যাপ বা পটভূমিতে সচল থাকে এফ থাকলে তা ইন্টারনেটের গতিতে নেতিবাচক প্রভাব ফেলে। ফোনের সেটিংসে গিয়ে কোন অ্যাপে কত ব্যাথা খরচ হয় তা দেখে নিতে হবে। এছাড়া পটভূমিতে চালু থাকা নির্দিষ্ট অ্যাপের ডাটা খরচের মাত্রা সীমিত করে দেওয়া যেতে পারে। 

এয়ারপ্লেন মোড অন করে অফ করুনঃ

আইফোন হোক বা এন্ড্রয়েড এটাই সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় দুর্বল নেটওয়ার্ক ঠিক করার। অন্তত ১৫ সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মুড অন করে রাখবেন। এরপর আবার অফ করলেই আপনার মোবাইল টাওয়ার খোঁজার কাজ শুরু করে দিবে। এভাবে কিছুটা হলেও নেটওয়ার্ক সমস্যা মিটবে


পুরনো সিম কার্ড বদলে ফেলুনঃ

আপনার ফোন যদি বেস কয় অনেক দিনের পুরনো হয় তাহলে সিমটা খুলে সিম কার্ড বের করে একটি নরম কাপড়ের মুছে আবার ফোনে ঢোকান।পুরনো সিম একটানা ব্যবহার করা উচিত নয়। একদম লেটেস্ট ফাইভ-জি সিন ব্যবহার করবেন। পুরনো সিম কার্ডের ক্ষমতা কম। নতুন আধুনিক সিমকাট অনেক বেশি টাওয়ারের স্ট্রন্হ বহন করতে পারে। 

নেট চালু হচ্ছে না কেন?

নেট চালু না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমে আপনার ফোন বা রাউটার বন্ধ করে আবার চালু করার চেষ্টা করুন। এরপর মোবাইল ডেটা ও ওয়াই ফাই টুটু একবার বন্ধ করে চালু করুন অথবা সুইস করে দেখুন। যদি এত কাজ না হয় তাহলে সিম কার্ডটি ঠিকভাবে লাগানো আছে কিনা ফোনে পর্যাপ্ত ডেটা পা টাকা আছে কিনা তা দেখে নিন। 




মোবাইলের নেটওয়ার্ক না পাওয়ার কারণ কি?

ফোন সেটিংস,ফোনে নেটওয়ার্ক সেটিংস ভুল হলে বা নেটওয়ার্ক মুড সঠিকভাবে নির্বাচিত না হলে এই সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় নেটওয়ার্ক ব্র্যান্ড না থাকায় এই নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে। সফটওয়্যার বা অ্যাপ্স সফটওয়্যার বা এপ্স এর গোলমাল এর কারণে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। 

উপসংহারঃ

বর্তমান স্মার্টফোন ব্যবহার অনুপাতিক অনেক বেশি। সেটা অ্যান্ড্রয়েড হোক বা iphone।  জরুরী ভিত্তিতে বা বিপদে পড়লে উপরের এই টোটকাগুলো আপনাকে সাময়িক সমস্যা থেকে মুক্তি দিতে পারে। 

অন্য পোস্ট 

বিভিন্ন  মোবাইলের বাজার


স্মার্টফোনে নেটওয়ার্কের সমস্যা সমাধান ৫ টি কৌশল 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url