পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই যেভাবে কানেক্ট করবেন

 পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই যেভাবে কানেক্ট করবেন 



পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই যেভাবে কানেক্ট করবেন



আপনার বাড়িতে কোন অতিথি এলে প্রথমে ওয়াইফাই পাসওয়ার্ড জিজ্ঞাসা করেন। সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টড হলেও, প্রায় সব রাউটার প্রস্তুতকারী কোম্পানি পাসওয়ার্ড ছাড়াও অন্য উপায়ে নেটওয়ার্কে লগইন করার সুবিধা দেয়। যদি কারো অনুমতি ছাড়া তা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার আইনি সমস্যা দেখে আনতে পারে। তাই যেকোনো নেটওয়ার্ককে কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিন। 

কিভাবে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন? 

ডব্লিউপিএস ব্যবহার করে -

  • রাউটারে ডব্লিউ পিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগইন করা যাবে। দেখে নিন কিভাবে করবেন? 
  • স্মার্ট ফোনে Settings ওপেন করুন। 
  • এবার নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাই সিলেক্ট করব। 
  • Advanced settings সিলেক্ট করুন। 
  • connect by WPS Button সিলেক্ট করুন। 
  • এবার রাউটারে wps বাটন টিপু। ৩০ সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে। 
  • এরপরে প্রত্যেকবার নিজের থেকে আপনার ফুল এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। 

রাউটারের পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোডঃ

  • কিছু রাউটারের গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়। স্বাভাবিকভাবে এই অপশন এনাবল করে অতিথিকে অ্যাকসেস ওয়াইফাই দিতে পারেন। 
  • কম্পিউটারে ব্রাউজারে অ্যাড্রেস বারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১ টাইপ করে এন্টার করুন। 
  • ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। পাসওয়ার্ড জানা না থাকলে Admin দিয়ে দেখুন। 
  • লগিন হলে ওয়াইফাই settings থেকে থেকে guest Network সিলেট এনাবল করে দিন। 
  • গেস্ট নেটওয়ার্কের জন্য নাম দিয়ে দিন। সিকিউরিটি ফাঁকা রাখুন। 

কিউএর কোডের মাধ্যমে ওয়াইফাই লগই -


কিউ এর (QR) কোটের মাধ্যমে ওয়াইফাই লগইন তুলনামূলক জটিল। এর থেকে পাসওয়ার্ড টাইপ করলে সহজ লগইন করা সম্ভব। তাও দেখে নিন কিভাবে কিম করে কিভাবে ওয়াইফাই নেটওয়ার্ক লগইন করবেন--

ল্যাপটপ থেকে -

  • বন্ধুর ল্যাপটপে  qrstuff.com ওয়েবসাইট ওপেন করুন। 
  • এখানে বাঁদিকে ওয়াইফাই লগ ইন অপশন সিলেক্ট করুন। 
  • এবার নেটওয়ার্কের SSID পাসওয়ার্ড দিন। 
  • তারপর কিউ এর কোড এর উপরে দেখতে পাবে। স্মার্টফোন থেকে এই কিভাবে কোড স্ক্যান করুন। 
  • স্ক্যান করার পর Connect to this Network  নেটওয়ার্ক সিলেট করুন। 

স্মার্ট ফোন থেকে --

  • Play store  থেকে WiFiKeyshare ইনস্টল করুন। 
  • বন্ধুর স্মার্টফোনে এই অ্যাপ ইন্সটল করুন। 
  • বন্ধুকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বলুন।
  • এবার বন্ধুর ফোনে ডিসপ্লেতে QA কোড বেশি উঠবে। 
  • এই কুটি স্ক্যান করে লগইন করুন। 

ওয়াইফাই অটো কানেক্টঃ

ওয়াইফাই অটো কানেক্ট মানে হলো আপনার স্বয়ংক্রিয়ভাবে পূর্বের সংযুক্ত হওয়ার কাছাকাছি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত হবে। এই ফিচারটি চালু করতে, আপনার ডিভাইসে সেটিং এ গিয়ে ওয়াইফাই চালু করুন এবং সংরক্ষিত নেটওয়ার্ক গুলির সাথে সহিং কিভাবে সংযোগ স্থাপনের বিকল্পটি সক্রিয় করুন। নিউ ওয়াইফাই সেটিংসে গিয়ে নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য অটো অটো রিকানেক্ট বন্ধ করতে পারেন। 

  • আপনার ফোনে সেটিংস জান 
  • কানেকশন বা নেটওয়ার্ক ও ইন্টারনেট ( Network & Internet)  অপশন টেপ করুক। 
  • Wi-Fi নির্বাচন কর 
  • যে নেটওয়ার্কের সাথে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ করতে চান, তার নামের পাশে থাকা কগ আইকনে ট্যাগ করুন। 
  • এখানে আপনি অটো রিটানে Auto Reconnect অপশনটি চালু বা বন্ধ করা একটি টগল বাটন দেখতে পাবেন এটিকে চালু করুন। 

ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যারঃ

ওয়াইফাই সংযোগের জন্য কোন নির্দিষ্ট সফটওয়্যার লাগে না, কারণ  ইউন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড এবং আই ও এস, এর মত অপারেটিং সিস্টেমগুলোতে বিল্ড ইন ফাংশন থাকে আপনাকে ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজতে বা সংযোগ করতে এবং পরিচালনা করতে সাহায্য করে। আপনি যদি অতিরিক্ত অফিসার চান, তাহলে, Wi-Fi Analyzer ,  এর মত অ্যাপ ব্যবহার করতে পারেন। যা নেটওয়ার্কের তথ্য বিশ্লেষণ করে এবং শক্তিশালী সিগনাল খুজে পেতে সাহায্য করে। 

ওয়াইফাই কানেক্ট করার নিয়মঃ

ওয়াইফাই কানেক্ট করতে সাধারণত আপনার ডিভাইসটি চালু করুন। সেটিং এ যা এবং ওয়াইফাই অপশনটি নির্বাচন করুন। এরপর উপলব্ধ নেটওয়ার্কের তালিকা থেকে আপনার নেটওয়ার্কে নির্বাচন করুন। এবং পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। 

ওয়াইফাই কানেক্ট হয় না কেন? 

ওয়াইফাই কানেক্ট না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন - ভুল পাসওয়ার্ড দেওয়া , রাউটার বাডি ভাই সঠিকভাবে চালু না থাকা , ইন্টারনেটের সমস্যা পা রাউটারের ক্রটি।এ সমস্যা সমাধানের জন্য ডিভাইস ও রাউটার রিস্টার্ট করা। রাউটার রিসেট করা, পাসওয়ার্ড চেক করা এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সাথে যোগাযোগ করার মত পদক্ষেপ নিতে পারেন। 

মোবাইলে ওয়াইফাই চালু হচ্ছে না? 

মোবাইলে ওয়াইফাই চালু না হলে প্রথমে ফোন রিস্টার্ট করুন। তারপর সেটিংস থেকে ওয়াইফাই বন্ধ করে ডাটা চালু করে দেখুন। যদি ডাটা কাজ করে, তবে রাউটারের সমস্যা থাকতে পারে। যদি দেখা কাজ না করে, তবে আপুরা নেটওয়ার্কের সাথে যোগাযোগ করুন। 




ওয়াইফাই দিয়ে ইউটিউব চলে না কেন? 

ওয়াইফাই দিয়ে ইউটিউব না চলার পেছনে ইন্টারনেটের সংযোগের সমস্যা। পুরনো অ্যাপা ডিভাইস সমস্যা। রাউটার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেট কতৃক youtube ব্লক করা। এমন বেশ কয়েকটি কারণ থাকতে পারে। এই সমস্যা সমাধানে,ইন্টারনেট সংযোগ পরীক্ষা কর, অ্যাপ বা ডিভাইস রিস্টার্ট করুন। 

উপসংহারঃ

যদি কারো অনুমতি ছাড়া তার ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করেন, তাহলে আইনের সমস্যা ডেকে আনতে পারে। তাই কারো অনুমতি ছাড়া ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করবেন না। তাই যে কোন নেটওয়ার্ক কানেক্ট করার আগে প্রয়োজনীয় অনুমতি নিয়ে নেই। 

অন্য পোস্ট 

যে স্থানে রাউটার রাখলে ইন্টারনেট স্লো হয়ে যায় 

পাসওয়ার্ড ছাড়া কিভাবে ওয়াইফাই কানেক্ট ক



FAQ


কিভাবে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করবেন? 

  • রাউটারে ডব্লিউ পিএস (WPS) এনাবল থাকলে পাসওয়ার্ড ছাড়াও লগইন করা যাবে। দেখে নিন কিভাবে করবেন? 
  • স্মার্ট ফোনে Settings ওপেন করুন। 
  • এবার নেটওয়ার্ক বিভাগে ওয়াইফাই সিলেক্ট করব। 
  • Advanced settings সিলেক্ট করুন। 
  • connect by WPS Button সিলেক্ট করুন। 
  • এবার রাউটারে wps বাটন টিপু। ৩০ সেকেন্ড রাউটারে এই বাটন টিপে ধরে থাকলে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট হয়ে যাবে। 
  • এরপরে প্রত্যেকবার নিজের থেকে আপনার ফুল এই রাউটারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। 

ওয়াইফাই কানেক্ট হয় না কেন? 

ওয়াইফাই কানেক্ট না হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন - ভুল পাসওয়ার্ড দেওয়া , রাউটার বাডি ভাই সঠিকভাবে চালু না থাকা , ইন্টারনেটের সমস্যা পা রাউটারের ক্রটি।

মোবাইলে ওয়াইফাই চালু হচ্ছে না? 

মোবাইলে ওয়াইফাই চালু না হলে প্রথমে ফোন রিস্টার্ট করুন। তারপর সেটিংস থেকে ওয়াইফাই বন্ধ করে ডাটা চালু করে দেখুন। যদি ডাটা কাজ করে, তবে রাউটারের সমস্যা থাকতে পারে। যদি দেখা কাজ না করে, তবে আপুরা নেটওয়ার্কের সাথে যোগাযোগ করুন। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url