যেসব স্থানে রাউটার রাখলে ইন্টারনেট স্লো হয়ে যায়
যেসব স্থানে রাউটার রাখলে ইন্টারনেট স্লো হয়ে যায়, ইন্টারনেট স্লো হওয়ার অন্যতম কারণ রাউটারের অবস্থান।
বিজ্ঞান ও প্রযক্তি ডেক্সঃ
দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার অপরিহার্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। তাই এর ব্যবহার বৃদ্ধি পেয়েছে, শহর থেকে গ্রাম প্রায় সব শ্রেণীর মানুষ তা ব্যবহার করছে। তাই সব সময় প্রয়োজন দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। মোবাইল ইন্টারনেট ছাড়াও ঘরে ওয়াইফাই রাউটার স্থাপন করেন। কিন্তু অনেকে ঘরে ওয়াইফাই রাউটার স্থাপন করেন কিন্তু অনেক সময় রাউটার থাকার সত্ত্বেও কাঙ্খিত গতি পাওয়া যায় না। এর বেশ কারণ জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তাদের মতে, ইন্টারনেট স্লো হওয়ার অন্যতম কারণ রাউটারের অবস্থান। ভুল জায়গায় রাউটার রাখলে তা ইন্টারনেট সংযোগ থেকে প্রভাবিত করতে পারে।
যে স্থানে রাউটার রাখা একেবারে উচিত নয়ঃ
ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশেঃ
ইলেকট্রনিক যন্ত্রপাতির আশেপাশের রাউটার রাখলে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে বাধা সৃষ্টি করে।
বন্ধ ক্যাবিনেট বা ড্রয়ারঃ
দৃষ্টি সীমার রাখতে গিয়ে অনেকে রাউটার ক্যাবিনেট, আলমারি বা ড্রয়ারে রেখে দেন। এতে রাউটারের সিগন্যাল যথাযথভাবে ছড়াতে পারে না এবং সংযোগ দুর্বল হয়ে পড়ে।
বেসমেন্ট বা ঘরের কোণেঃ
রাউটার সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। যদি এটি ঘরের এক কোণে বা বেসমেন্টে রাখা হয়, তাহলে সিগন্যাল একটি বড় অংশ দেওয়ালে আটকে যায় বা বাইরে চলে যাওয়া যায়। ফলে ঘরের অন্যান্য অংশে সিগন্যাল দুর্বল হয়।
পুরু দেয়াল বা ধাতব জিনিসপত্রের পাশেঃ
কংক্রিটের দেয়াল কিংবা ধাতব আসবাবপত্র ওয়াইফাই তরঙ্গ শোষন করতে পারে। এতে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। এবং ইন্টারনেটের গতি হ্রাস পায়।
- যেসব জায়গায় রাউটার রাখা যেতে পারেঃ
- বাড়ির কেন্দ্রীয় কোন খোলাস স্থানে।
- মাটির কিছু উঁচু জায়গায়।
- যেখানে বাধা কম ও সিগন্যাল ছড়াতে সুবিধা হয়।
উপসংহারঃ
সঠিক জায়গায় রাউটার স্থাপন না করলে ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই রাউটারের অবস্থান বেছে নেওয়ার সময় সতর্ক অবলম্বন করা উচিত। ঠিক জায়গায় রাউটার স্থাপন করলে মিলবে দ্রুত, স্থিতিশীল, ও নিরবছিন্ন, ইন্টারনেটের অভিজ্ঞতা ইন্টারনেট স্লো হওয়ার সম্ভাবনা কমবে।
আরও পড়ুন
ওয়াইফাই রাউটারে মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে।
অন্য পোস্ট
যৌবন ধরে রাখতে চান, বদলে ফেলুন শোয়ার ধরন, জেনে নিন কিভাবে ঘুমালে হবে কাজ।
KSA-BD-M blogger Bangla নিউজ সবার আগে পেতে Follow করুন
আমার সম্পর্কে
আমার সম্পূর্ণ প্রোফাইল দেখুন
আপত্তিজনক অভিযোগ করুন।
