যে কোন প্রকার সাইবার ক্রাইম যথাযথ কর্তৃপক্ষেকে জানানোর পদ্ধতি, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর

 যে কোনো প্রকার সাইবার ক্রাইম যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পদ্ধতি, যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার ২০২৫


যে কোন প্রকারের সাইবার ক্রাইম যথাত কর্তৃপক্ষকে জানানো


সাইবার ক্রাইম বাংলাদেশ 

বাংলাদেশের সাইবার অপরাধের শিকার হলে আপনি ডিজিটাল লিটারেসি সেন্টারের তথ্য অনুযায়ী নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন। এছাড়াও, বাংলাদেশ পুলিশের হট লাইন ৯৯৯ -এ ফোন করে বা সাইবার পুলিশ সেন্টার, সিআইডি -এর ০১৩২০০১০১৪৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন। সরাসরি ইমেইল করতে পারেন -

cyber support.women@police.gov.bd বা cyberhelp@dmp.gov.bd  এই ঠিকানায়। 

সাইবার ক্রাইম কি? 

কম্পিউটার, নেটওয়ার্ক বা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বেআইনিভাবে করা অপরাধকে সাইবার ক্রাইম বলা হয়। 

ধরুন, আপনি বা আপনার পরিচিত কেউ সাইবার ক্রাইমের শিকার হলেন। এখন আপনি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচ্ছেন। কিন্তু কিভাবে নিবেন? আমাদের দেশের সাইবার অপরাধের শিকার বেশিরভাগ অপরাধীদের আইনের আওতায় আনে না বা আনতে পারে না। নারী পুরুষ উভয়ই সাইবার সিকিউরিটি আইন সম্পর্কে জানাশোনা কম থাকায় এবং আইনের  সহযোগিতা নেওয়ার মাধ্যম না জানায় অভিযোগ করেছে না বেশিরভাগই। ফলে অপরাধীরা পার পেয়ে যায় এবং নতুন করে এ ধরনের অপরাধ করতে উদ্ভুত হয়। 

তাই এই প্রকারের অপরাধ সংগঠনের পর এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো দরকার। চলুন দেখা যাক, কেউ অপরাধ শিকার হলে কিভাবে যথার্থ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন -

কোথায় অভিযোগ করবেন? 

অভিযোগ জানানোর জন্য নিম্নত উপায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন--

  • প্রাথমিকভাবে আপনার নিকটস্থ থানায় অভিযোগ করতে পারেন। 
  • Police cyber support for women pcsw' নামক ফেসবুক পেইজ (https://www.Facebook.com/pcsw.PHQ) মেসেজ দিয়ে অভিযোগ জানাতে পারে। 
  • cyber support.women@police.gov.bd বা cyberhelp@dmp.gov.bd  এই দুইটি ঠিকানা ইমেইল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন। 
  • পুলিশ সদর দপ্তরের ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারে। 
  • হট লাইন নম্বর  ৯৯৯ এ ফোন করেও করা যাবে। 
  • সরাসরি কথা বলার প্রয়োজন বোধ করলে চলে আসতে পারেন ডিএমপি -র  cyber Crime unit অফিসে। কথা বলতে পারেন দায়িত্ব রত কর্মকর্তার সাথে এই নাম্বরে-০১৭৬৯৬৯১৫২২ ঠিকানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬, শহীদ ক্যান্টনমেন্ট মনসুর আলী সরুনী, রমনা, ঢাকায়- ১০০০ 

কিভাবে অভিযোগ করবেন? 

  • সাইবার অপরাধের শিকার হলে যত দ্রুত সম্ভব অভিযোগ জানানো উচিত। অভিযোগ জানানোর জন্য নিম্নে প্রক্রিয়া অনুসরণ করতে পারেন -
  • অভিযোগ করার ক্ষেত্রে আপনার অভিযোগের পক্ষের কিছু প্রমাণাদি প্রয়োজন। যেমন সংশ্লিষ্ট আলামতের স্ক্রীনশট, লিংক, অডিও ভিডিও ফাইল অথবা রিলেটেড ডকুমেন্টস। 
  • স্ক্রীনশট সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন এড্রেস বার এর URL টি দৃশ্যমান হয়। 
  • ইমেইল এর মাধ্যমে অভিযোগ জানাতে চাইলে এসব প্রমাণাদি সংযুক্ত, অ্যাটাচ করে আপলোড করতে পারেন। 
  • প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিট গ্রহণ করতে পারেন যা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়ক হতে পারে। 

কোন কোন ধরনের সাইবার অপরাধ রয়েছে? 

সাইবার অপরাধের মধ্যে রয়েছে হ্যাকিং,পরিচয় চুরি, ব্যাংক জালিয়াতি, ফিশিং,ম্প্যামিং,সাইবার বলিং, কাডিং,চাঁদাবাজি, তথ্য চুরি,সফটওয়্যার পাইরেসি, এবং ইন্টারনেট স্ক্যাম।এই অপরাধগুলো কম্পিউটার, মোবাইল বাই ইন্টারনেট ব্যবহার করে সংঘটিত হয় এবং এর ফলে ব্যক্তিগত আর্থিক ক্ষতি হতে পারে। 

ফেসবুক সাইবার ক্রাইম হেল্পলাইন বাংলাদেশ

  • Police cyber support for women pcsw' নামক ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে হবে। 
  • cyber support.women@police.gov.bd বা cyberhelp@dmp.gov.bd  এই দুইটি ঠিকানা ইমেইল পাঠিয়ে যোগাযোগ করতে পারেন

 সাইবার নিরাপত্তা হেল্পলাইন নম্বর কত 

এ বিষয়ে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আপনাদের কাছে থেকে তথ্য বা অভিযোগ দিয়ে আমাদের সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিযোগ জানাতে আমাদের অফিসে সরাসরি আসুন বা ইনবক্স করুন অথবা সাইবার পুলিস সেন্টার হট লাইন নম্বরে ০১৩২০০১০১৪৮ যোগাযোগ করুন। 

উপসংহার 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ( সিটি-সাইবার ক্রাইম ইভেস্টিগেশন। এবং সিআইডি সাইবার পুলিশ সেন্টার ও এ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে থাকে। 

আরও পড়ুন 

আপনার ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কিভাবে। 


সাইবার ক্রাইম কমপ্লেইন 




Next Post Previous Post
10 Comments
  • safa
    safa ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৬:৫৫ AM

    "বাংলাদেশে সাইবার ক্রাইম এখন একটি গুরুতর সমস্যা। অনলাইনে নিরাপদ থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং আইন মেনে চলতে হবে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদেরও সতর্ক থাকতে হবে।"

  • নামহীন
    নামহীন ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ২:১৫ PM

    👉 সাইবার ক্রাইম বর্তমান যুগে একটি ভয়ংকর হুমকি। হ্যাকিং, ফিশিং, ভুয়া আইডি দিয়ে প্রতারণা, আর্থিক জালিয়াতি ইত্যাদির মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে, ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করা যাবে না এবং যেকোনো অপরাধ দেখলে সাথে সাথে সাইবার ক্রাইম ইউনিটে রিপোর্ট করতে হবে। 🔐💻

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩২ AM

    সচেতন মূলক পোস্ট করেছেন, ধন্যবাদ ♥️♥️♥️

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১৮ PM

      আপনাকে ধন্যবাদ

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩৬ AM

    আমার ওয়াইফাই লাইন চুরি করে চালায়, তাহলে এটা কি সাইবার ক্রাইমের আওতা বক্তব্য পরে কি?

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:১৮ PM

      অবশ্যই পারবেন।

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৪৬ PM

    এই পোস্টটি পড়ে অনেক উপকার হলো আপনাকে ধন্যবাদ

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:২১ PM

      ধন্যবাদ ✅

Add Comment
comment url