ফোনে ফাইভ-জি চালু করবেন যেভাবে

 ফোনে ফাইভ-জি চালু করবেন যেভাবে ২০২৫


ফাইভ-জি হচ্ছে দ্রুতগতি ইন্টারনেট সেবা


অনলাইনে কোন ভিডিও দেখতে গেলে বা কোন কিছু খুঁজতে গেলে ইন্টারনেটে ধীরগতি নিয়ে এতদিন যে অভিযোগ ছিল, তা থেকে বের হতে যাচ্ছে বাংলাদেশ। 

৫ৃ জি মোবাইল বাংলাদেশ

বাণিজ্যিকভাবে দেশের কিছু এলাকায় দূরুতগতি ইন্টারনেট সেবা ৫জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু হয়েছে। বিদ্যমান ফোরজি থেকে অনেক বেশি গতি পাওয়া যাবে এই নেটওয়ার্কের। 

গত সোমবার দেশের শীর্ষ দুই মোবাইল গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু ঘোষণা দেয়। 

অপারেটর সূত্রে জানা যায়, ফাইভ-জি চালু পর গতি ৫০০ থেকে ৬০০ এমবিপিএস। (মেঘাবিদ পার সেকেন্ড) উঠেছিল। তবে এখন গ্রাহক সংখ্যা সীমিত। তাই যখন গ্রাহক বাড়বে,  সবাই একযোগে ব্যবহার করবে, তখন এই গতি কিছুটা কমে আসবে। 

রবি জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় তারা ৫জি নেটওয়ার্ক চালু করেছে। জায়গা গুলো হলো, ঢাকা ফকিরাপুল পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা, শাহবাগ, মগবাজার, চৌরাস্তা, চট্টগ্রামে খুলশী লাইন, পাঁচলাইনও ওয়াসা মোড় এবং সিলেটে সাগরদিঘির পাড়।পর্যায়ক্রমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে। 

গ্রামীণফোন বলেছি, রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলো বিভিন্ন জায়গায় তারা ৫জি চালু করেছে। পর্যায়ক্রমে টাওয়ারের নামে পরিচিত বেজ  ট্রান্সসিভার স্টেশনগুলো (বিটিএস) ফাইভ-জির  আওতাই আনা হচ্ছে। 

ফাইভ - জির সুবিধা কি 

ফাইভ-জি হচ্ছে দুরু দগতি ইন্টারনেট সেবা। এর গতি ফোর জিতে ১০ থেকে ২০ গুণ বেশি হতে পারে। তবে দেশ বেদে গতিতে ভিন্নতা দেখা যায়। কপালটা সূত্রে জানা যায়, গতকাল ফাইভ-জি চালুর পর গতি ৫০০ থেকে ৬০০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) উঠেছিল। গ্রাহক পারবে সবাই একসাথে ব্যবহার করবেন তখন এর গতি কিছু কমে আসবে। যদি অসাধারণ ভাবে ফোরজি চেয়ে দ্বিগুণ বেশি গতি 5g তে পাওয়া যেতে পারে, বলে জানিয়েছে মোবাইল অপারেটর কর্মকর্তারা। ফাইভ জিতে টা আদান-প্রদান সময় অনেক কম লাগে। ফোনে ইন্টারনেট ব্যবহার পাওয়া যায় স্বাচ্ছন্দ্য।

গ্রামীণফোন বলেছে, রাজধানী স্বদেশের বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন জায়গায় তারা 5g চালু করেছে। পর্যায়ক্রমে টাওয়ারের নামে পরিচিত বেজ ট্রান্স্টেসশনগুলো (বিটিএস) 5g আওতায় আনা হচ্ছে। 

ভিডিও স্ট্রিমিং, ইন্টারনেট থিংক (আইওটি) ডিভাইসে সংযোগ সুবিধা, স্মার্ট সিটি, টেলিমেডিসিন, এআর/ভিআর,ক্লাউড গেমিং, স্বচালিত গাড়ি, অনলাইন ক্লাস, দূর থেকে অস্তপ্চারসহ অটো মেশনের সেবাই ফাইভ-জি ব্যবহার হয়। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ না থাকলে সে অঞ্চলের দ্রুতগতি ইন্টারনেট পাওয়া যাবে এই প্রযুক্তির মাধ্যমে। বিশ্বের যেসব দেশে 5g চালু আছে, সেখানে সাধারণ গ্রাহকদের ব্যবহার ছাড়াও বন্দর পরিচালনা বাণিজ্যিক কার্যক্রম চিকিৎসা শিক্ষা শিল্প খাতে এই সেবা ব্যবহৃত হয়। 

5g কি এবং কিভাবে ব্যবহার করা যায়? 

operator জানিয়েছে, ফাইভ জি ব্যবহার করতে হলে এই সুবিধা সমর্থন করে--কেমন মুঠোফোন লাগবে। আধুনিক মডেলের মুঠো ফোনগুলো সাধারণত ৫জি উপযোগী হয়ে থাকে। 

মোবাইল অপারেটর কর্মকর্তারা জানিয়েছেন, ফাইভ জি ব্যবহারের জন্য সিম পরিবর্তন করতে হবে না। এছাড়া ফাইভ-জি ব্যবহারের জন্য বাড়তি কোন টাকা দিতে হবে না। বিদ্যমান ফোরজি ডাটা কিনলেই গ্রাহকরা 5g ব্যবহার করতে পারবেন।

অর্থাৎ গ্রামীণফোন ও রবি ৫জি নেটওয়ার্ক গুপ্ত এলাকা কোন গ্রাহকের এই প্রযুক্তি উপযোগী মুঠোফোন থাকলেই তিনি তা ব্যবহার করতে পারবেন। কয়জনে মুঠো ফোনের কালেকশন অপশন থেকে 5g চালু করে নিতে হবে। 

রবি জানিয়েছে, প্রথমে পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সাতটি জায়গায় তারা ৫জি নেটওয়ার্ক চালু করেছে। জায়গাগুলো হলো ঢাকা ফকিরাপুল, পল্টন, বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা সাহাবাগ, মগবাজার, চৌরাস্তা। চট্টগ্রামের খুলশী, পাঁচলাইশ, ওয়াসার মোড়, এবং সিলেটের সাগরদিঘির পাড়ে, পর্যায়েকমে দেশের বাকি অঞ্চলে এই সেবা চালু হবে। 

বাংলাদেশে ফাইভ-জি 

  • বাংলাদেশে ৮০ দশকের শেষদিকে এসে প্রথম প্রজন্মে, অর্থাৎ ওয়ান জি প্রযুক্তি আসে সিটির ছেলের মাধ্যমে। এরপর ১৯৯৬ সালে আসে টুজি প্রযু। এর প্রায় ১৭ বছর পর চালু হয় থ্রি -জি। অন্যদিকে ফোরজি চালু হয় ২০১৮ সালে ফেব্রুয়ারিতে। 
  • বাংলাদেশ ফোরজি চালু করার ২০১৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া বাণিজ্যকভাবে 5g চালু করে। বাংলাদেশে অবশ্যই পাঁচ বছর ধরে ফাইভ জি নিয়ে আলোচনা চলছিল 
  • দেশে ২০২১ সালে প্রথম ফাইভ -জির পরীক্ষা হয়। সরকারি মোবাইল অপারেটর ঠিক আছে কিছু স্থান এই পরীক্ষা করেছিল। 
  • পরের বছর ২০২২ সালের মার্চে বাংলাদেশের টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি) ফাইভ-জি চালু লক্ষ নিয়ে তরঙ্গ নিলাম আয়োজন করেছিল। সেই বছরই গ্রামীণফোন রবিও বাংলালিংক ৫জির পরীক্ষামূলক ব্যবহার করেছিল। 

সবার কাছে যেন পৌছায় 

এরিকসন মোবিলিটি রিপোর্ট জুন 2025 এ বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বের ফাইভ জি সাক্সস্ক্রিপশন এর সংখ্যা ২৪০ কোটি ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের শেষে এই সংখ্যা প্রায় ২৯০ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর ২০৩০ সালের শেষে সব মোবাইল সাবস্ক্রাইবশনের প্রায় দুই তৃতীয়াংশই হবে ফাইভ-জি। তখন বৈশ্বিক ফাইভজি সাবস্ক্রিপশন প্রায় ৬৩০ কোটিতে পৌছাতে পারে। 

গত সোমবার রবি ফাইভ জি উদ্বোধনের জন্য এক অনুষ্ঠানে আয়োজন করেছিল। প্লিজ যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারি ফয়েজ আহাম্মদ বলেন,বাংলাদেশের অগ্রযাত্রা ফাইভ-জি প্রযুক্তি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি,কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনা ধারা খুলে দিবে। তবে 5g যেমন শুধু সমাজের অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। সেবা যেন সবার কাছে সমানভাবে পৌঁছায়। 

ফাইভ-জি নেটওয়ার্ক বাংলাদেশ কততম 

বাংলাদেশের প্রাথমিকভাবে পরীক্ষামূলক ফাইভ-জি নেটওয়ার্ক চালু করেছিল ২০১২ সালে ডিসেম্বর মাসে।এবং 2022 সালে আগস্ট মাসের মধ্যে বাণিজ্যিকভাবে 5g চালু করে। বাংলাদেশে এই প্রযুক্তি চালু করার ক্ষেত্রে বিশ্বের কোন দেশ, তা জানতে হলে আপনাকে জানতে হবে সেই দেশগুলোর কবে ফাইভ-জি চালু করেছে , তবে এই তথ্য অনুসারে বাংলাদেশে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি যারা 5জি চালু করেছে। 

  • আপনাদের প্রশ্নের উত্তর হল, বাংলাদেশে ফাইভ-জি চালু করার ক্ষেত্রে, বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি।

বাংলাদেশে কবে ৫ জি চালু হয়? 

  • ২০১২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের টেলিটক পরীক্ষামূলক ভাবে  5g চালু করেছিল। 
  • ২০২২ সালে আগস্ট মাসে গ্রামীণফোন ও রবি-র মতো মোবাইল অপারেটর গুলো পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করে। 


শেষ কথা 

ফাইভ-জি শুধু শহরে মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামাঞ্চল ও যেন পৌঁছায়, সেই আহ্বান জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)মোঃ এমদাদ উল বারী।তিনি বলেছেন সবার কাছে না পৌঁছালে বৈষম্য কমবে না। 

অন্য পোস্ট 



বিকাশে একাউন্ট বন্ধ এবং নাম পরিবর্নিতন করার জেনে নিন কয়েকটি ধাপে।

KSA-BD খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন..... 


Next Post Previous Post
10 Comments
  • নামহীন
    নামহীন ৭ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:২৯ PM

    অসাধারণ খবর ধন্যবাদ আপনাকে 💕🥰

  • নামহীন
    নামহীন ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ২:১৮ PM

    👉 ফাইভ-জি প্রযুক্তি ইন্টারনেটের এক নতুন দিগন্ত খুলে দেবে। এর মাধ্যমে দ্রুত গতির নেটওয়ার্ক, কম সময়ে ডাটা ট্রান্সফার, অনলাইন গেমিং, ভিডিও কল এবং স্মার্ট ডিভাইস ব্যবহারে আরও উন্নত অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে এর সঠিক ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। 📶⚡

  • safa
    safa ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৪০ PM

    ৫ জি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে 🇧🇩

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৩০ PM

      ঠিক বলেছেন ♥️

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩০ AM

    চালু করতে পারতেছি না?

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৩১ PM

      আপনার মোবাইলে ৫ জি লাগবে

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:৩৫ AM

    কবে থেকে চালু হয়েছে, আমাদের ফোনে একটিভ হয় না।

    • ksa-bd
      ksa-bd ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৫:৩২ PM

      আপনার মোবাইলে ৫ জি লাগবে।

  • নামহীন
    নামহীন ৯ সেপ্টেম্বর, ২০২৫ এ ৭:৫০ PM

    এটা কি সত্যি

Add Comment
comment url