স্মার্টফোনের টাচ স্কিনের সমস্যা সমাধানের ৫ টি উপায়
স্মার্টফোনের টাচ স্কিনের সমস্যা সমাধানের ৫ টি উপায়
স্মার্টফোনে যে কোন কাজেই টাচ স্কিন বা স্পর্শ নির্ভর পর্দার মাধ্যমে করতে হয়। ফল টাচ স্কিনের ভালো মতো কাজ না করলে নিয়মিত কাজে ব্যাঘাত করতে। ফোনের টাচ স্ক্রিন ট্যাপ বা সুইপ করলে কাজ না করা খুবই সাধারণ একটি সমস্যা। সফটওয়্যারের ক্রটি, অতিরিক্ত বাড়ি অ্যাপ চালানো, পর্যাপ্ত দারুন ক্ষমতার অভাব, দীর্ঘদিন ব্যবহারের ফলে ফোনের টাচ স্কিন ঠিকমতো কাজ করে না। ফোনের টাচ স্ক্রিনের সমস্যার সমাধানের উপায়গুলো জেনে নেওয়া যাক।
ফোনের ডিসপ্লে সমস্যা
- ফোর্স রিস্টার্ট করা
চাট স্ক্রিনে সমস্যা সমাধানে ফোর্স রিস্টার্ট করা বেশ কার্যকর। ফোর্স রিস্টার্ট এর ফলে ফোনের মেমোরি রিফ্লেক্স হয় এবং অনেক সময় স্ক্রিনে হ্যাং হয়ে যাওয়া সমস্যা ঠিক হয়ে যায়। অ্যান্ড্রয়েড ফোন ফোর্স রিস্টার্ট করার জন্য পাওয়ার ও ভলিউম একসঙ্গে ১০ থেকে ১৫ সেকেন্ড চেপে ধরতে হবে। আই ফোনের ক্ষেত্রে প্রথম ভলিউম আপ,তারপরে ভলিউম ডাউন যেতে পাওয়ার বাটন ধরে রাখতে হবে যতক্ষণ না এপের লোগো দেখা যায়।
- চার্জ করা
কখনো কখনো বেটারি সমস্যা কারণে স্কিন হ্যাং করতে পারে। এ সময় ফোন চার্জে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে। কিছুটা চার্জ হলে আবার ফোর্স রিস্টার্ট এর চেষ্টা করতে হবে।
- সেফ মোড চালু
তৃতীয় পক্ষের কোন এর সমস্যার জন্য দায়ী হলে ফোন সেফ মোডে চালু করে দেখা যেতে পারে। সেফ মোডে কেবল ডিফল্ট সিস্টেম অ্যাপ চালু হয়। এই অবস্থায় ফোন ঠিকঠাক কাজ করলে সম্প্রতি ইন্সটল করা অ্যাপ গুলো মুছে ফেলতে হবে।
- ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ
চার্জ করার সময় দীর্ঘ সময় গেম খেলার পর ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে স্কিন ঠিকমতো কাজ করে না। আর তাই ফোন কিছুক্ষণ বন্ধ করে ঠান্ডা ও শুকনো জায়গায় কিছুক্ষণ রেখে দিতে হবে। খুব ঠান্ডা হলে আবার চালু করতে হবে।
- ধারণক্ষমতা বৃদ্ধি
ধারনক্ষমতা প্রায় পূর্ণ হলে গেলে ফোন ধীরগতিতে কাজ করার পাশাপাশি অনেক সময় স্কিন ঠিকমতো কাজ করে না। এই ক্ষেত্রে ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপ,ছবি ভিডিও মুছে ফেলতে হবে। এরপর অ্যাপ ক্যাস ও অস্থায়ী ফাইল মুছে ফুল রিস্টার্ট করতে হবে।
মোবাইলে ডিসপ্লে কাপে কেন
মোবাইলে ডিসপ্লে কাপড় কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল, ফোন পড়ে যাওয়া বা আঘাত লাগ, ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই এর সমস্যা, ডিসপ্লের ব্রাইটনেস, উজ্জ্বলতা ঠিকঠাক না থাকা, শক্তিশালী ইলেক্ট্রোম্যাগনেটি, ইন্টারফ্রেরেন্স বা বাহ্যিক সংকেতের ব্যাঘাত এবং সফটওয়্যার সম্পর্কিত সমস্যা।
মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যায় কেন
মোবাইলের ডিসপ্লে সাদা হয়ে যাওয়ার কারণ গুলো হলো সফটওয়্যার ক্রটি,হার্ডওয়্যার সমস্যা, যেমন পড়ে যাওয়া বা আঘাত লাগা। ডিসপ্লে সংযোগের সমস্যা, অপর্যাপ্ত স্টোরেজ, ব্যাটারি সাপ্লাই জনিত সমস্যা অতিরিক্ত গরম হাওয়া। এই সমস্যা সমাধানের জন্য ফোন রিস্টার্ব করা, মেমোরি খালি করা, এবং ডিসপ্লেতে কোন বাহ্যিক চাপ না দেওয়া।
মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধান
মোবাইলের ডিসপ্লে সমস্যা সমাধানে প্রথমে ফোন রিস্টার্ট করতে হবে। অটো ব্রাইটনেস বন্ধ করতে হবে। যদি সফটওয়্যার এর কারণে সমস্যা হয়, তাহলে সেটিং পরিবর্তন করতে পারেন,
অসাধারণ সমস্যা ও সমাধান
ফোন রিস্টার্ব করা:
অনেক সময় স্বাভাবিক সফটওয়্যার কুটির কারণে ডিসপ্লেতে সমস্যা দেখা যায়। ফোনের রিস্টার্ট করলে এই সমস্যা সমাধান হতে পারে।
অটো ব্রাইটনেস বন্ধ করা :
- অটো ব্রাইটনেস চালু থাকলে ডিসপ্লে প্লিকারিং হতে পারে। এটি বন্ধ করে দেখুন।
রিফ্রশ রেট পরিবর্তন :
- কিছু ফোনে রিফ্রেশ রেট পরিবর্তন করার অপশন থাকে, এটি পরিবর্তন করে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন।
ব্যাটারি সেভার মোড বন্ধ করা:
- ব্যাটারি সেবার মোড বন্ধ করলে ডিসপ্লে কিছু সমস্যা ঠিক হতে পারে।
মোবাইল চার্জ সমস্যা
মোবাইল চার্জ কাজ না করার কারণগুলোর মধ্যে রয়েছে সফটওয়্যার ক্রটি,অতিরিক্ত অ্যাপ ব্যবহার, হার্ডওয়ারের সমস্যা বাই স্কিনে অতিরিক্ত চাপ। সমাধান হিসেবে ফোন রিস্টার্ট করা। অ্যাপস আনইনস্টল করা, বা সেফ মোডে গিয়ে সমস্যা খুঁজে বের করা যায়।
শেষ কথা
আপনার যদি টাচ স্কিনে সমস্যা হয়, তাহলে উপরের সমাধান গুলির চেষ্টা করে দেখতে পারেন। সমস্যা না হলে একজন পেশাদার টেকনিশিয়াল সাহায্য নিতে হবে।
অন্য পোস্ট
ফোনের ইন্টারনেট সমস্যা? সমাধানে দেখে নিন এই ৭ টি কৌশল।
আপনার মোবাইলে টাচ স্কিনে সমস্যা সমাধান করে কয়েক মিনিটে
